
অনলাইন :
চট্টগ্রামের জিইসির মোড় এলাকায় অবস্থিত অভিজাত পেনিনসুলা আবাসিক হোটেলের ১টি কক্ষে পোল্যান্ডের ১ নাগরিকের রক্তাক্ত লাশ মিলেছে।
পুলিশ জানিয়েছে, তার মাথায় এবং শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন আছে। তাকে খুন করা হয়েছে বলে আলামত দেখে সন্দেহ করা হচ্ছে।
সোমবার (৪ মার্চ) দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে নগরীর চকবাজার থানার জিইসি মোড়ে দ্যা পেনিনসুলা চিটাগং নামে হোটেলটিতে যায় পুলিশ।
হোটেলের নথিতে উল্লেখ আছে, মৃতের নাম- ZDZISLAW MICHAL CZERYBA। বয়স ৫৮ বছর। কর্মস্থল হিসেবে নগরীর সিইপিজেডের ক্যানপার্ক গার্মেন্টসের নাম উল্লেখ আছে।
আজ সোমবার দুপুরে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা সাংবাদিকদের বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে হোটেল থেকে থানায় খবর দেয়া হয় যে, ৯০৫ নম্বর কক্ষে ১জন ব্যক্তির সাড়া মিলছে না। খবর পেয়েই আমরা এখানে আসি। দরজা খুলে ভেতরে প্রবেশ করার পর তাকে বিছানার একপাশে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।