
মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভালুকায় আনন্দ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। রবিবার বিকেলে ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য হাসিব আল হানিফের উদ্যেগে ওই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে হাসিব আল হানিফ বলেন, রাজপথের আন্দোলন সংগ্রামে ছাত্রদল পরীক্ষিত সংগঠন। নতুন নেতৃত্বে প্রাণের এই সংগঠনটি আগামী দিনে রাজপথে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। সেই সঙ্গে দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা নতুন নেতৃত্বের মূল্যায়িত হবে বলে আশা করছি।