
নিজস্ব প্রতিনিধি : খিতামুল্লাহ পাড়ার জসিম উদ্দিন নামে ১ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২নভেম্বর শনিবার দিবারাত শাহ মজিদিয়া মার্কেটস্থ খিতামুল্লাহ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উল্লেখিত এলাকার ৮নং ওয়ার্ডের খিতামুল্লাহ পাড়ার মরহুম ইদ্রিস ফকিরের ছেলে। তার বিরুদ্ধে মামলা রয়েছে সে ওয়ারেন্টভূক্ত আসামী বলে সূত্রে প্রকাশ।