প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ
বারদোনা খিতামুল্লাহ পাড়ার জসিম উদ্দিন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : খিতামুল্লাহ পাড়ার জসিম উদ্দিন নামে ১ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২নভেম্বর শনিবার দিবারাত শাহ মজিদিয়া মার্কেটস্থ খিতামুল্লাহ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উল্লেখিত এলাকার ৮নং ওয়ার্ডের খিতামুল্লাহ পাড়ার মরহুম ইদ্রিস ফকিরের ছেলে। তার বিরুদ্ধে মামলা রয়েছে সে ওয়ারেন্টভূক্ত আসামী বলে সূত্রে প্রকাশ।
সম্পাদক ও প্রকাশকঃ মো: গিয়াস উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল নাঈম চৌধুরী (রিকু) । [email protected] সম্পাদকীয় কার্যালয়ঃ মোমিন রোড, চেরাগী পাহাড়, চট্টগ্রাম। মোবাইলঃ 01811 - 58 77 60, ইমেইলঃ [email protected] © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।