কর্ণফুলী পেপার মিল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর ডেস্ক:
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কেপিএম স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষার্থীরা বাঁশ নৃত্য, পুতুল নৃত্য, দেশাত্মবোধক দলীয় সঙ্গীতের সাথে দলগত নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হাকিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কেপিএম মহিলা ক্লাবের সভানেত্রী দিলারা পারভীন, কেপিএমের জিএম (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, কেপিএমের জিএম (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, কেপিএমের প্রধান প্রকৌশলী আবুল কাশেম রনি, জিএম (হিসাব ও অর্থ) মুজিবুর রহমান, জিএম (এফআরএম) আলী আহমদ, প্রশাসন বিভাগের কর্মকর্তা সন্তোষ কুমার দাশ, মাহফুজআরা মিতু, বাণিজ্যিক বিভাগের কর্মকর্তা মো. এনামুল হক, কেপিএম স্কুলের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এবং রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশংসা করেন। তিনি বাঁশ নৃত্য এবং বোতল নৃত্য পরিবেশনকারী ৩৬জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। অন্যান্য পরিবেশনাও অত্যন্ত মনমুগ্ধকর হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। শিক্ষকবৃন্দ অনেক পরিশ্রম করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় প্রধান অতিথি স্কুলের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানান। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ায় সকল শিক্ষার্থীকেও ব্যবস্থাপনা পরিচালক শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন