
অনলাইন:
চট্টগ্রাম নগরীতে চিরকুট লিখে জাহিদুল আলম মিন্টু (৩৮) নামে ১ব্যক্তি আত্নহত্যা করেছেন। মিন্টু ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ঐ আওয়ামীলীগ নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (১১ মার্চ) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি মনজুর কাদের মজুমদার।
তিনি বলেন, গতকাল সোমবার দিনে এই ঘটনা ঘটে। বাসায় কেউ না থাকার সুবাদে ফ্যানের সাথে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তিনি একটি চিরকুট লিখে যান। তার লিখা চিরকুট আর পরিবারের পক্ষ থেকে যা জেনেছি, তিনি আর্থিক অনাটনে ভুগছিলেন।
তিনি খুবই হতাশাগ্রস্থ ছিলেন। খাওয়া দেওয়া করছিলেন না কয়েকদিন ধরে। তিনি একটি মসজিদের কমিটির দায়িত্বে ছিলেন, অভাবের কারণে তিনি মসজিদের কিছু টাকা ভেঙে ফেলেন। চিরকুটে লিখে যান তিনি মসজিদের টাকা ভেঙে ফেলেছেন আল্লাহ মাফ করবেন না।
তবে তার সন্তানরা বড় হয়েছে তার আত্মহত্যা করার কথা না, আমরা বিষয়টি আরো অধিকতর তদন্ত করছি।