
খবর ডেস্ক :
পলাশ চুনতির এক সুবিধাবঞ্চিত পরিবারের সন্তান। দূরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে সে এখন মৃত্যু শয্যায়। আপনাদের সদয় সহযোগিতা একান্ত প্রার্থনা।
(বন্ধুরমত বন্ধু হওয়ায়,অসহায় বন্ধু ও মানবতার পক্ষে পলাসের বন্ধু ইসমাঈল)
ও আমাদের স্কুল জীবনের সহপাঠী। ক্লাস ওয়ান থেকে শুরু করে একসাথে এসএসসি পাশ করেছি ১৯৯৫ সালে। এতটুকুন স্বচ্ছলতার জন্য সারাজীবন সংগ্রাম করেছে আমাদের এ বন্ধু। ওর পেশা বলতে সে একজন প্রাইভেট টিউটর। ব্যাচে ছেলেমেয়েদের পড়াতো। আর এভাবেই চলে যেত ওর সংসার।
বন্ধুর বিপদে আপনাদের কাছে সাহস করে হাত পেতেছি।
২০২৩ সালের মার্চ মাসের ৩ তারিখ ওর দুটি কিডনিতে জটিল রোগ ধরা পড়ে। বাংলাদেশ ও ইন্ডিয়ায় চিকিৎসা নিলেও খুব একটা উন্নতি হয়নি। এখন বাঁচতে হলে ওর ১ টা কিডনি জরুরী ভিত্তিতে প্রতিস্থাপন করতে হবে।
বাংলাদেশে ডোনার মিলে গেলে তার চিকিৎসা খরচ পড়বে প্রায় ১৫ লাখ। আর দেশে ডোনার না পাওয়া গেলে ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা নিতে খরচ হবে ৩০ লাখ টাকা।
এতোদিনের চিকিৎসার খরচ চালাতে গিয়ে ও এখন নি:স্ব প্রায়।
আপনার দেওয়া এক একটি টাকাও এখন ওর জন্য এক একটি নিঃশ্বাসের সমতূল্য।
পলাশ বেঁচে থাকুক আপনাদের সহায়তায়। ওর ছোট ছোট সন্তানগুলো অকালে এতিম না হোক।
বিকাশ নাম্বার- 01816-281037
সূত্রে: সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশের এক বন্ধু ইসমাঈলের দেয়া বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত।