ছড়া-আমাদের মামার বাড়ি

মো: সাইদ হোসেন
বারৈয়ার হাট বহুমূখী উচ্চ বিদ্যসলয়,মীরসরাই চট্টগ্রাম।

ভোর বেলা ঘুম থেকে উঠি,
মামার বাড়ি যাব।
ফুলের মালা গাঁথি,
মামার গলায় পরাবো।

মামা-মামী, নানা-নানি
সবাই আছে একসাথে,
আমরা সহ আরো থাকবো
তাদের সাথে সাথে।

বন্ধুরা সব মিলেমিশে
যাবো মামার বাড়ি।
অনেকগুলো ফল নিয়ে যাচ্ছি,
একটু হয়ে যাবে ভারি!

মন্তব্য করুন