প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
ছড়া-আমাদের মামার বাড়ি

মো: সাইদ হোসেন
বারৈয়ার হাট বহুমূখী উচ্চ বিদ্যসলয়,মীরসরাই চট্টগ্রাম।
ভোর বেলা ঘুম থেকে উঠি,
মামার বাড়ি যাব।
ফুলের মালা গাঁথি,
মামার গলায় পরাবো।
মামা-মামী, নানা-নানি
সবাই আছে একসাথে,
আমরা সহ আরো থাকবো
তাদের সাথে সাথে।
বন্ধুরা সব মিলেমিশে
যাবো মামার বাড়ি।
অনেকগুলো ফল নিয়ে যাচ্ছি,
একটু হয়ে যাবে ভারি!
সম্পাদক ও প্রকাশকঃ মো: গিয়াস উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল নাঈম চৌধুরী (রিকু) । ctggiash@gmail.com সম্পাদকীয় কার্যালয়ঃ মোমিন রোড, চেরাগী পাহাড়, চট্টগ্রাম। মোবাইলঃ 01811 - 58 77 60, ইমেইলঃ amaderkhabor.com@gmail.com © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।