মুজিবুল হক চৌধুরী,সিনিয়র স্টাফ রিপোর্ট :
চট্টগ্রাম জেলা আওতাধীন সাতকানিয়া পৌরসভার সামিয়ার পাড়া দুই (২) ওয়ার্ডের বাসিন্দা মরহুম ইসমাইল চেয়ারম্যানের নাতি অর্থাৎ মোহাম্মদ সেলিম উল্লাহ ছেলে জায়েদ উল্লাহ এন সি এল টি টুয়েন্টি লীগের পক্ষে হয়ে NCL T20 খুলনা ডিভিশন হয়ে খেলছে।