সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ১’নেতা, ২’মাদক ব্যবসায়িসহ আটক-৫

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১ নেতা ও আওয়ামী লীগের ২ কর্মীকে করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- নিষিদ্ধ ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মো. জোবায়ের সানি (৩০), আওয়ামী লীগের কর্মী উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ শাজাহান (৪০) ও কালিয়াইশের তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা মো. মোজাম্মেল হক (৪৮)। পুলিশ জানায়, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাটে আওয়ামী লীগ সরকারের পতন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করছিলেন।

এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, লোহার রড ও বাঁশ নিয়ে মিছিলে হামলা চালান। এ ঘটনায় গত ৮ অক্টোবর উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা করেন। এতে জড়িত অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও ২ আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান সাংবাদিকদের বলেন, আটক ৩জনের বিরুদ্ধে গত বছরের নভেম্বরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের একটি মিছিলে গুলিবর্ষণ ও ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ–সংক্রান্ত মামলায় তাঁদের আটক দেখানো হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। অপরদিকে- পৃথক অপর এক অভিযানে

আবাসিক হোটেল থেকে ২ ইয়াবা কারবার আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব ০৭-এর সদস্যরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কেরানীরহাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে মাদকসহ তাদের আটক করা হয়। একই দিন (মঙ্গলবার) বিকেলে র‍্যাব-০৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন–কক্সবাজার টেকনাফ দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত হামিদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) এবং একই এলাকার আমির আলীর ছেলে মো. আমিন (৩৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীরহাট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। র‍্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন