
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আসলাম চৌধুরী
সীতাকুণ্ডে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে কুমিরা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় সাবেক যুগ্ন মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরী। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম ইব্রাহিমের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধূরী বলেন, খেলাধুলা শরীরের একটা ব্যায়ামের অংশ পাশাপাশি বর্তমানে তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। বর্তমানে আমাদের তরুণ সমাজ ও যুব সমাজ আধুনিকতার ছোয়ায় ও মাদকাসক্ত হয়ে বিশ্ব থেকে পিছিয়ে পড়ছে। আমরা চাই খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ ও যুব সমাজকে রক্ষা করি ও উৎসাহিত করি। উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন সোনার পাড়া এফসিএ বনাম কাজিপাড়া সুপারস্টার। ৯০ মিনিট খেলার সময় শেষে কোন ফলাফল চুড়ান্ত না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে কাজী পাড়া সুপারস্টার ৩/৫ গোলে জয় লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পুলিশের ডিআইজি মুসলিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল, দুলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তরজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, নুরুল আনোয়ার চেয়ারম্যান, আবুল বশর ভুইয়া, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ও আমাদের খবর পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক জান্নাতুন নাঈম চৌধুরী রিকু, ফজলুল করিম চৌধুরী, নাজিম উদ্দিন, শেখ সাহাবুদ্দিন, খোরশেদ আলম,নুরুল আজিম সবুজ, জাহেদুল হাসান, হেলাল উদ্দিন মেম্বার, আলমগীর মেম্বার, রবিউল হোসেন লিটন, ইফতেখার আহমেদ জুয়েল, লিয়াকত চৌধুরী জুয়েল, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন বাবর প্রমূখ। বিজ্ঞপ্তি।