কবিতা-‘রক্তাক্ত চব্বিশের জুলাই

তাসলিমা আক্তার প্রমি
শিক্ষার্থী, মীরসরাই পৌরসভা।

“চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার”
দিয়ে শুরু মোদের অঙ্গীকার ।
এই দেশ হতে দূর করবো
সকল প্রকার দুই নাম্বার।
নাম দিলাম মোরা বৈষম্য বিরোধী
পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল মিলে
হয়ে উঠলাম সাহসী।
আঘাতের পর আসলো আঘাত
আসলো ঝড়ের মতো গুলি,
বুক পেতে দাঁড়িয়ে আছি
কত মায়ের বুক করবি খালি?
একে একে বুলেট নিলো
আবু সাঈদ, মুগ্ধ,ওয়াসিম ভাইদের কাড়ি
হয়নি শান্ত তবুও স্বৈরাচার
হাজার মায়ের বুক করে খালি।
চারিদিক থেকে বাতাসে শুধু
লাশের গন্ধ ভাসে,
মাটিতে রক্তের দাগ
চির উজ্জ্বল হয়ে হাঁসে।
এই রক্ত আমার বোনের-
এই রক্ত আমার ভাইয়ের।
এমন হাজারও মানুষের,
আহাজারীতে ভরে আছে
চব্বিশের জুলাইয়ের প্রতিদিন।
এমন রক্তাক্ত জুলাই যেন আর না কখনো আসে
আমার বাংলাদেশে।

মন্তব্য করুন