কবিতা:__”প্রেয়সী”__

লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_২৪-১২-২০২৪,রাত:_১০.৩০টায়
___________________________________
অন্তরঙ্গে যারে আমি
মিশিয়েছি গোধূলির বেলায়,
সকাল-সন্ধ্যায় খুঁজি তারে
ব্যাকুল হৃদয়ে প্রেয়সী বানায়।

যার সামনে হই বর্ণচোরা
তার কণ্ঠে হই মাতোয়ারা,
যার রঙ্গিলা সাজে হই বিস্মিত,
তার পাশটাতে মিলে অন্তছায়া।

যার বাঁকা চলনে থাকে মুগ্ধতায় ভরা,
তার মুমূর্ষে হই পাগলপারা।
যার ইচ্ছাতে থাকে আমার প্রাধান্যতার ভাব,
তার রূপের ঝলকে প্রকৃতিতে আসে অপূর্ব সাজ।

যার সুরেলা ব্যাঞ্জনে কাটে একগুঁয়েমির ছায়া,
তার পথেই মিলে যেন প্রশান্তির হাওয়া।
ঋতুরাজ বসন্তের সবুজ বৃক্ষের সমারোহে,
হারাতে চাই প্রেয়সী বানায় তারে!
____________________________________
শিক্ষার্থী:_গাছবাড়িয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম।

মন্তব্য করুন