ভালুকায় পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির বার্ষিক বনভোজন ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত

আকাশ আহমদ, ভালুকা (ময়মনসিংহ) : বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি ময়মনসিংহের ভালুকা উপজেলা শাখার বার্ষিক বনভোজন (২৪ ডিসেম্বর) মঙ্গলবার নরসিংনদী ড্রিমহলিডে পার্কে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি গণেশ লাইব্রেরীর মালিক শ্রী রাখাল চন্দ্র সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও তারেক বই বিতানের মালিক হাজী আব্দুস ছাত্তারের পরিচালনায় ভনভোজন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সভাপতি আবুর রউফ মোশারফ, সাধারণ সম্পাদক চন্দন সরকার, আমিন লাইব্রেরীর আমিনুল ইসলাম, আদর্শ লাইব্রেরীর হান্নান,ছাত্র বন্ধু লাইব্রেরীর শ্রী লক্ষী কান্ত দান,লতিফা বুক হাউজ এর তফাজ্জল হোসেন, পারুল লইব্রেরীর মনিরুজ্জামান খাইরুল,মাষ্টার লাইব্রেরীর খাইরুল বাসার, পপি লাইব্রেরীর আনিছ, রাফিন সাবিত লাইব্রেরীর রাছেল মিয়া,থানবী লাইব্রেরীর আশরাফ আলী, নাদিরা বুক হাউজ এর আঃ মানানান,সামাদিয়া লাইব্রেরীর আনছারুল হক, নজমলাইব্রেরীর আকরাম হোসেন, আবির লাইব্রেরীর মাইনউদ্দিন,সাথী লাইব্রেরীর নবী হোসেন, রুপা লাইব্রেরীর কাজিম উদ্দিন,জসিম লাইব্রেরীর আঃ রাজ্জাক, ছাত্র বন্ধু লাইব্রেরীর শারফুল ইসলাম, বিসমিল্লাহ লাইব্রেরীর শামীম, জাকারিয়া লাইব্রেরীর মোহাইমিন, মাছুমা লাইব্রেরীর সিদ্দিকুর রহমান, হাছিব লাইব্রেরীর লুৎফর রহমান, আদিব লাইব্রেরীর এইসানুল হক রাজিব, রনি লাইব্রেরীর রনি শেখ, জহির লাইব্রেীরর ছফির উদ্দিন, দিপু লাইব্রেরীর আকিতুল ইসলাম.আদিয়ান আরমান সাগর লাইব্রেরীরন নূর মোহাম্মদ সরকার.ভাই ভাই লাইব্রেরীর গোলাম হোসেন, মাস্টার লাইব্রেরীর এম এম মোর্শেদ,রামিন লইব্রেরীর আনোয়ার হোসেন, মকবুল লইব্রেরীর মকবুল হোসেন,নূর লাইব্রেরীর নূরুল ইসলাম,মাহী লাইব্রেরীর আঃ মান্নান, ষ্টুডেন্ট লাইব্রেরীর রফিকুল ইসলাম,হাবিব লইব্রেরীর হাবিবুর রহমান, জান্নাত লইব্রেরীর রবিউল ইসলাম,ছুমাইয়া লাইব্রেরীর জহিরুল ইসলাম,তুহিন লাইব্রেরীর আজিম উদ্দিন, সরকার লাইব্রেরীর হাবিব উল্ল্যাহ খোকন,ওয়াসিম লাইব্রেরীর ওয়াসিম,ছাত্র বন্ধু লাইব্রেরীর গিয়াস উদ্দিন, ইকরা লাইব্রেরীর জিয়াউর রহমান, আমিনুল লাইব্রেরীর হাবিবুর রহমান,ষ্টুডেন্ট লাইব্রেরীর ইজাজুল ইসলাম, তৌফিক লাইব্রেরীর বুলবুল আহাম্মদ, হাবিবুল্লাহ লাইব্রেরীর হাবিববুল্লাহ,মায়ের দোয়া লাইব্রেরীর মেহেদী হাসান, নিশাত লাইব্রেরীর কাদের সিদ্দিক, ইউনাইটেড লাইব্রেরীর হজরত আলী হাসান, সিদ্দিক লইব্রেরীর সিদ্দিকুর রহমান,বৃষ্টি লাইব্রেরীর শওকত আলী, “মা বই ঘর” লাইব্রেরীর জাহাঙ্গীর আলম,আল-আমিন ঔনব্রেরীর আল-আমিন খান, জান্নাত লাইব্রেরীর আলাউদ্দিন, কবির লাইব্রেরীর কামরুজ্জামান, বাপ্পী লাইব্রেরীর মোশারফ হোসেন,মা লাইব্রেরীর আজিজুল হক আল-আমিন লাইব্রেরীর আল-আমিন.জান্নাতুল মাওয়া লাইব্রেরীর মাওরবিউল হাসান, ছুরা লাইব্রেরীর আব্দুস ছালামও আসিফ-নাসিম লাইব্রেরীর দেলোয়ার সারোয়ার রাব্বি প্রমুখ।

মন্তব্য করুন