
৪৫,০০০ (পঁয়তাল্লিশ হাজার) পিস ইয়াবা, ০১ টি গাড়ি (NOAH) এবং মোবাইল সেট ০৩ টি, (মূলহোতা সহ) ৩জনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো।
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ০৪ নং সাবরাং ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের সাং: চান্দলীপাড়ার মৃত কাশেম আলী ও মাতা: মৃত ছেমন খাতুনের পুত্র মোহাম্মদ ফেরদৌস @ ফিরোজ (৩৮),
(২) একই এলাকার সাং: বাহারছড়া, (ফয়েজ আহমদের বাড়ি)র ফয়েজ আহামদ ও মাতা: আয়েশা খাতুনের পুত্র মোহাম্মদ ইয়াসিন (৩৭),
(৩) একই এলাকার সাং: চান্দলীপাড়ার (লাল মিয়ার বাড়ি)’র লাল মিয়া, মাতা: মিনারা বেগমের পূত্র ছলিম উল্লাহ (২৩)কে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উপ-পরিচালক জনাব হুমায়ন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম এর নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। সূত্রে, গোপন সূত্রের ভিত্তিতে বিকাল প্রায় ০২:৩০ ঘটিকায় চট্টগ্রাম সাতকানিয়া থানাধীন ০৮ নং ঢেমশা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের উত্তর ঢেমশা গ্রামের বটতলা রেল ক্রসিং এর পূর্ব পার্শ্বে পাকা রাস্তায় NOAH গাড়িতে অভিযানে আসামী মোহাম্মদ ফেরদৌস @ ফিরোজ (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩) কে ৪৫,০০০ পিস ইয়াবা, ০১ টি NOAH গাড়ি (নং চট্ট মেট্রো- চ ১১-৪৮১১) ও ০৩ টি মোবাইল সেট সহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আসামীগণ দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত। তারা অভিযানকারী টিমের নিকট গ্রেফতার এড়াতে সাতকানিয়া-বাঁশখালী রুটে পালাতে চেষ্টা করে, তাদের পিছনে ধাওয়া করে ঘটনাস্থলে তাদের গ্রেফতার করা হয়।