১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ বোয়ালখালীতে ২ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ ২ বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ।

উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট সর্দার পাড়ার মৃত গৌরাঙ্গ সর্দারের ছেলে শ্যামল সর্দার বাচা (৩৫) ও একই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে মো. আনোয়ার হোসেন রোশন (৫৩)কে আটক করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক ২ জনকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন