
নিজস্ব প্রতিনিধি : হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম সাহেদ (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) বিকালের দিকে চট্টগ্রাম নগরীর ২নং গেইট এলাকার একটি রেস্তোরা থেকে পাঁশলাইশ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চেয়ারম্যান শাহেদুল আলম সাহেদ ওই ইউপির ২নং ওয়াডস্থ বদিউল আলম হাট এলাকার মনসুর আলী চৌধুরী বাড়ির মোহাম্মদ সোলায়মানের পুত্র।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ কয়েকটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার (ওসি) মনজুর কাদের ভুঁইয়া রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ প্রতিবেদককে জানান, এখনো পর্যন্ত ওই চেয়ারম্যানের গ্রেফতারের কোনো তথ্য আমাদের হাতে আসেনি।আ