স্মার্ট রাউজান গড়ার লক্ষে ডাস্টবিন বিতরণ কর্মসূচি উদ্বোধন

অঞ্জন লাল মহাজন, হাটহাজারী:
পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব ও স্মার্ট পৌরসভা গড়ার লক্ষ্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনাই ও রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় সমগ্র রাউজান পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়। পৌরসভা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সভাপতিত্বে ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ জমির উদ্দিন পারভেজ, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান একে মোহাম্মদ এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা সহকারী অফিসার (ভূমি) মোহাম্মদ রিয়াদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাদের হোসেন, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, বশির উদ্দিন খান, মোহাম্মদ আলমগীর আলী।, কাজী মোহাম্মদ শওকত হাসান, মোহাম্মদ জানে আলম (জনি), এডভোকেট শ্রীযুক্ত সমীর দাস গুপ্ত, মোহাম্মদ আজাদ হোসেন, এডভোকেট শ্রীযুক্ত দিলীপ চৌধুরী, মোহাম্মদ জসীমউদ্দীন, মোছাম্মৎ নাসিমা আক্তার, মোছাম্মৎ জেবুন্নেছা এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি বলেন- পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, প্রত্যেকটা ব্যক্তি রাস্তার আশেপাশে প্লাস্টিক অন্যান্য ময়লা নির্দিষ্ট স্থানে রাখার জন্য এই আয়োজন। শুধু আমি আপনি সচেতন হয়েছি তাই না,কিন্তু অন্যকে সচেতন করতে হবে এবং করব। আমার ইচ্ছা আমি রাউজানকে একটি স্মার্ট রাউজান হিসেবে গড়ে তুলবো। এজন্য সবার কাছে আমি এই প্রত্যাশা করি সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং আপনার শিশুকে এই শিক্ষা প্রদান করবেন।

মন্তব্য করুন