
অনলাইন ডেস্ক : সারা বিশ্বে বাংলাদেশের নারীদের মধ্যে ক্যানসারের ব্যাপকতা বেশি। পাশাপাশি ৩০ থেকে ৪৪ বছর বয়সী নারীরা এই ক্যানসারের ঝুঁকিতে আছেন। এই বয়সী এক লাখ নারীর মধ্যে ১৯ জনের স্তন ক্যানসার দেখা গেছে। স্তন ক্যানসার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন গবেষক ও বিশেষজ্ঞরা।
২৮ ফেব্রুয়ারি, শুক্রবার রাজধানীর একটি হোটেলে পঞ্চম বাংলাদেশ স্তন ক্যানসার সম্মেলনের উদ্বোধন হয়। এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডি (বিএসবিসিএস)। দুই শতাধিক দেশি ক্যানসার বিশেষজ্ঞ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিংগাপুর, অস্ট্রেলিয়া ও ভারত থেকে ১৮ জন গবেষক ও বিশেষজ্ঞ চিকিৎসক এই সম্মেলনে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের লাইফস্প্যান ক্যানসার ইনস্টিটিউটের মেডিসিন ও সার্জারির অধ্যাপক ডন এস ডিজন বলেন, ক্যানসার পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে।
রোগীর প্রতি চিকিৎসকের ভালোবাসা রোগীর সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে ভালো কাজ করে। একই সঙ্গে চিকিৎসকদের একে অন্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া জরুরি।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের জ্যেষ্ঠ ক্যানসার চিকিৎসক অধ্যাপক এম এ হাই বলেন, শরীরের চিকিৎসাই একমাত্র চিকিৎসা নয়। ক্যানসার রোগীদের মনের চিকিৎসাও সমানভাবে জরুরি।
চিকিৎসককে রোগীর শরীর ও মনকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। এতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে।
স্বাগত বক্তব্যে আয়োজক সংগঠন বিএসবিসিএসের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক মো. সেলিম রেজা বলেন, স্তন ক্যানসার বিষয়ক বৈশ্বিক জ্ঞান আদান-প্রদানের উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে মেডিক্যাল অনকোলজি, মেডিক্যাল ফিজিকস সম্পর্কে সর্বসাম্প্রতিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবেন এ দেশের চিকিৎসক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও আয়োজক সংগঠন বিএসবিসিএসের প্রেসিডেন্ট অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, ক্যানসার হলেই মানুষ মারা যাবে, এমন ধারণা থেকে মানুষ সরে আসছে।
স্তন ক্যানসার চিকিৎসায় বাংলাদেশে বেশ অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। কিছুদিন আগেও ক্যানসার হলেই স্তন পুরোটা, এমনকি বগোলের অংশবিশেষও কেটে ফেলা হতো। এখন তা করা হয় না। চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির উন্নতির কারণে স্তন ক্যানসার চিকিৎসার সময় অনেক কমে আসছে।
সকালে একটি প্লানারি অধিবেশনে বলা হয়, যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে বেশি বয়সী নারীদের স্তন ক্যানসার চিকিৎসায় বিকিরণ চিকিৎসা (রেডিয়েশন থেরাপি) ভালো কাজে আসে না।বা:প্র।