সিলেটে শিশু মুনতাহা হত্যাকাণ্ড: গৃহশিক্ষিকা ও তার মা গ্রেপ্তার

এম.কে.জাকির হোসাইন বিপ্লবী : সিলেটের কানাইঘাটে ৬ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ৮দিন নিখোঁজ থাকার পর আজ ভোরে নিজ বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মুনতাহার গৃহশিক্ষিকা মার্জিয়া আক্তার সুমি এবং তার মা আলিফজান বিবিকে গ্রেপ্তার করেছে।

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আওয়ালের মতে, মুনতাহার গলায় দড়ি পেঁচানো ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহশিক্ষিকা সুমি ও তার মা হত্যার দায় স্বীকার করেছেন। ধারণা করা হচ্ছে, পুর্ব শত্রুতার জেরে এবং চুরির অপবাদে ক্ষুব্ধ হয়ে সুমি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মুনতাহার চাচা কয়সর আহমেদ জানান, ৩ নভেম্বর রাতে মুনতাহাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাড়ির পাশের ডোবার কাদার নিচে পুঁতে রাখা হয়। আজ ভোরে আলিফজান বিবি মরদেহটি পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করেন, এবং এলাকাবাসীর সন্দেহে ধরা পড়েন।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে গৃহশিক্ষিকা সুমির বাড়িতে আগুন দেয়। পুলিশ বর্তমানে এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কিনা তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন