
নিজস্ব প্রতিনিধি : সাতকানিয়ার বারদোনা থেকে বলৎকার অভিযোগে ২ ব্যক্তিকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৫ জানুয়ারি, রবিবার রাতে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা এলাকার সৈয়দ ইব্রাহীম (রা:) নূরানী একাডেমীতে এঘটনা ঘটে। মাদরাসায় বলৎকারের শিকার হওয়া ছাত্রের মৌখিক অভিযোগ সূত্রে স্থানীয় জনতা বলৎকার শিক্ষক ও মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ বেলালকে আটক করে। পরদিন থানা পুলিশকে খবর দিলে পুলিশ উক্ত ২জনকে আটক করে থানায় নিয়ে আসে। সূত্রে, বেলালকে পরে পুলিশ ছেড়ে দিলেও অভিযুক্ত শিক্ষককে এ প্রতিবেদন লিখা পর্যন্ত থানায় আটক রাখে। নাম প্রকাশে অনিচ্ছুক, স্থানীয় অনেকে জানান, পূর্বেও উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আরো কয়েকবার এধরনের ঘটনা ঘটে। কিন্তু এলাকার কিছু অসাধু ও চাঁদাবাজ মিলে মোটা অংকের টাকা খেয়ে ঘটনা বারবার ধামাচাপা দিয়ে আসে। আজকের ঘটনায়ও চাঁদাবাজ চক্রের কয়েক সদস্যরা ঘটনায় উপস্থিত হন এবং চাঁদা আদায় করার চেষ্টা করেন। এ বিষয়ে জানার জন্য ওয়ার্ড মেম্বার আব্দুল মন্নানের মোবাইলে যোগাযোগ করলেও যোগাযোগ সম্ভব না হওয়ায় তাহার বক্তব্য দেয়া সম্ভব হয় নাই। আটককৃত পুলিশ অফিসারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব না হওয়ায় তাহার বক্তব্য দেয়াও সম্ভব হয় নাই। বিস্তারিত আসছে….