সাতকানিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণ, বাঁশখালীর দেলোয়ার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় ১ প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীকে পুলিশ গ্রেফতার করেছে। ৪ এপ্রিল (শুক্রবার) রাতে উপজেলার ১নং চরতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুলাতলী বাজারের পূর্ব পার্শ্বের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই ধর্ষণকারীর নাম মোঃ দেলোয়ার হোসেন (২২)। সে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জলিয়ার বর বাড়ির মোঃ আবদুর রশিদের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গেল ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ রাত আনুমানিক ২ টার সময় উপজেলার ১নং চরতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুলাতলী বাজারের পূর্ব পার্শ্বের মানসিক প্রতিবন্ধী মহিলার বাড়িতে শোর চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে ১ যুবককে পালিয়ে যেতে দেখলেও কেউ তাকে ধরতে পারেনি।

তখন ওই প্রতিবন্ধী মহিলার ইশারা ইঙ্গিতে এলাকাবাসী বুঝতে পারে যে পালিয়ে যাওয়া ব্যাক্তি তাকে ধর্ষণ করেছে। পুনরায় ৪ এপ্রিল আনুমানিক পৌনে ২ টার সময় ওই প্রতিবন্ধী মহিলার শোর চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আশপাশের লোকজন আবার এসে মহিলার ঘরের ভিতর হতে মোঃ দেলোয়ার হোসেনকে হাতেনাতে ধরে ফেলেন।

তখন উপস্থিত লোকজন সবার সামনে জিজ্ঞাসাবাদ করলে সে মানসিক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের উদ্দেশ্যে এ এলাকায় আসছে বলে জানায়।

এরপর উপস্থিত লোকজনের বিষয়টি সন্দেহ হলে তাকে আরো বেশি জিজ্ঞাসাবাদ করলে দেলোয়ার স্বীকার করে যে, বিগত ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক দেড়টা হতে ২ টার মধ্যে একই স্থানে উক্ত প্রতিবন্ধী মহিলাকে একাধিকবার ধর্ষণ করে। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঐ এলাকায় গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীকে পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) ধারায় মামলা দায়ের করা হয়েছে।আ

মন্তব্য করুন