সাতকানিয়ায় অভিযান, জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি: আজ ২২/১০/২৪ইং, মঙ্গলবার সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা ফারিস্তা করিম মহোদয়ের নেতৃত্বে সাতকানিয়ার ঘোলাঘাট ও জোটপুকুরিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। দোকানে মূল্য তালিকা না থাকায় ঘোলাঘাটে নূরুল ইসলাম ষ্টোরকে ৩০০০টাকা, আলী আহমদ ষ্টোরকে ৮০০/, নূরুল আলমকে ১০০০/, জোটপুকুরিয়ায় মেসার্স শামীম ট্রেডাসকে ১০০০ টাকা, মিরাজ ষ্টোরকে ১০০০ টাকা, ইসলাম এন্ড ব্রাদার্সকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। ঘোলাঘাটে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যাওয়ায় সুনীল ফার্মেসীকে ৫০০০ টাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য পাওয়া যাওয়ায় ২০০০ টাকা জরিমানা করা হয় এবং সবজি বাজারে মনিটরিং করা হয়। এসময় প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন সাংবাদিক ডা: কলিম উল্লাহ, সরওয়ার কামাল, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সাতকানিয়া চট্টগ্রাম। এ সময় সাতকানিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

মন্তব্য করুন