সভাপতি নয়ন – সম্পাদক আনোয়ার মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের ২০২৪ -২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর চেয়ারম্যান প্রপ্রেসর ডঃ জামসেদ আলম, নাট্যকার মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, অধ্যাপক সাইফুল ইসলাম, নির্বাচন কমিটির সচিব সাংবাদিক নাসির উদ্দিন, সাংবাদিক রণজিৎ ধর।
ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪ -২৫ সালের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক লাল সবুজের বাংলাদেশ সম্পাদক নয়ন কান্তি ধুম তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী র মিরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, ও সাধারণ সম্পাদক পদে সমপরিমাণ ভোট হওয়ায় জটিলতা দেখা দেয়। পরে প্রধান নির্বাচন কমিশনার ডাঃ জামসেদ আলমের নির্দেশে রাতে পূর্ণ ভোট হয়। এতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন মিরসরাই প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক বণিক বার্তা ও বিজয় টিভির মিরসরাই প্রতিনিধি রাজু কুমার দে।
আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
উক্ত নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন