
অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:
সিন্ডিকেট দূরীকরণের মাধ্যমে কৃষকদের মাঝে সার সরবরাহ নিশ্চিতকরণ ও সার সংকট নিরসনে বিশেষ বরাদ্দের ঘোষণার দাবিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেস্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম এর নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির ঠাকুরগাঁও জেলা কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বারকলিপিটি প্রদান করেন।
এসময় স্বারকলিপিটি বুঝে নেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন।
স্বারকলিপিতে দাবিগুলো বাস্তবায়নের জন্য বলা হয়, বাৎসরিক চাহিদার আলোকে নির্দিষ্ট মৌসুমে পর্যাপ্ত সার বরাদ্দ দেয়া ও তার সুস্ঠু বন্টন নিশ্চিত করা। সার সরবরাহ ব্যবস্থার উপর কঠোর তদারকির ব্যবস্থা চালু করতে হবে। কৃষকদের নিকট নির্ধারিত দামে সার বিক্রয় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের তৎপরতা বৃদ্ধি করতে হবে। সার আমদানি, পরিবহন ও গুদামজাতকরণে কোনো অনিয়ম বা কালোবাজারি সিন্ডিকেট যেন না ঘটে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া। চলতি অর্থবছরে কৃষি খাতে যেই বাজেট নির্ধারন করা হয়েছে তার আলোকে ঠাকুরগাঁও জেলায় আয়ার সংকট নিরসনে দ্রুত প্রয়োগ ও বাস্তবায়ন শুরু করতে হবে। কৃষি খাতে সার সংকট ও কৃষকের ক্ষতি পূরণে দ্রুত তাদের সহায়তা প্রদান করা, সেই সাথে দীর্ঘমেয়াদি সার নীতি প্রণয়ন ও তার বাস্তবায়ন করা। সামগ্রিক সার ব্যবস্থাপনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সমন্বয় আরো সুদঢ় কারো প্রয়োজন।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম জানান, কৃষকরা ফসল উৎপাদনে যেনো সার সংকটে না পরে। কোন সিন্ডিকেটে যেনো কৃষকরা যেনো না পরে। সঠিক সময়ে তাদের চাহিদামত সার পায়। সকল সংকট নিরসনের জন্যই স্বারকলিপি প্রদান করা হয়েছে।