রানা প্লাজা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ জামিন মেলেনি সোহেল রানার

খবর ডেস্ক :
রানা প্লাজা মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে জামিন দেয়নি আপিল বিভাগ। তবে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত জামিন আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামি পক্ষে আইনজীবী মো. কামরুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী শুনানি করেন। কামরুল ইসলাম বলেন, বিচারিক আদালতকে ৬ মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছে। যদি এ সময়ের মধ্যে নিষ্পত্তি করতে না পারে তাহলে রানার জামিন আবেদন বিবেচনা করবে আদালত।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন কর্মচারী। আহত হয় আরও কয়েক হাজার। এ ঘটনার ৫ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করে র‍্যা। ২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৫৯৪ জনকে সাক্ষী করা হয়। ২০১৬ সালের ১৮ জুলাই ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান (বর্তমানে হাইকোর্টের বিচারপতি) আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে নিম্ন আদালতে এই মামলার বিচার চলছে।

গত এপ্রিল মাসে জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে জামিন দেয়। এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

মন্তব্য করুন