রাউজানে যুবদলের সাবেক সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : রাউজানের ১ প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও চাঁদাবাজি করতে যাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ২ নম্বর আসামি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জানে আলম (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাউজান থানা পুলিশ পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়া হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে। জানে আলম পূর্বগুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তিনি ওই ইউনিয়নের আজগর আলী সিকদার বাড়ির বোচা মিয়ার পুত্র। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন