‎মিরসরাই হিঙ্গুলীতে দু’পক্ষের সংঘর্ষে বিএনপি-জামায়াতের ৫ জন আহত ‎

হিঙ্গুলী বাজারে সংঘর্ষের ঘটনায় আহতরা। ছবি-আমাদের খবর।
নিজস্ব প্রতিনিধি : মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থিতদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টা নাগাদ হিঙ্গুলী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

‎জানা গেছে, সামাজিক একটি ঝগড়া মীমাংসার লক্ষ্যে পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্সে মসজিদের সামনে আসর নামাজের পর বৈঠকের কথা ছিল। কিন্তু বৈঠকের পূর্বে বিএনপি কর্মী হুমায়ূনের নেতৃত্বে তাদের উপর হা’ম’লা চালায় বলে অভিযোগ করে একপক্ষ। এতে ২নং হিংগুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মাষ্টার জাহিদ এবং জামায়াত কর্মী মাষ্টার জহিরের উপর অতর্কিত হামলা চালায়। এতে দু’জন গুরুতরভাবে আহত হন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের মস্তাননগর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

‎অপরদিকে, অভিযুক্ত হুমায়ূন পাল্টা অভিযোগ করে বলেন তাদের উপর আগে হামলা করে। এতে তাদের ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদ ও তিনি নিজে আহত হন।
‎তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে শিবিরের জাহেদ এলাকায় বিভিন্ন ভাবে বিএনপি নেতা কর্মীদের হেনস্তা করে আসছে। যেকোনো বিষয়ে সে কর্তৃত্ব খাটায়। কিছুদিন আগে তার নির্যাতনের শিকার হয়ে তার স্ত্রীর করা মামলায় জেল খেটে আসে। সংগঠনের দোহাই দিয়ে এলাকায় সকল বিষয়ে প্রভাব খাটায়।

‎ঘটনাস্থল পরিদর্শন করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

মন্তব্য করুন