ভালুকায় যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলের উদ্যোগে দোয়া ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ- 
 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফেরাতে ময়মনসিংহের ভালুকায়  দোয়া ও সম্পৃতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট রোববার সকালে ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সভাপতি ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলের নেতৃত্বে একটি র‌্যালী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কোর্ট ভবন গিয়ে মিলিত হয়। সেখানে রকি্ুল হাসান খান রাসেল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে দোয়া সম্পৃতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফেরাতে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন