ব্যানারে ছবি না দেওয়ায় ছাত্রদল নেতাকে আরেক নেতার ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় বিজয় মিছিলের ব্যানারে ছবি না দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের ১ নেতাকে আরেক নেতার ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে সাড়ে ১২টার দিকে পটিয়া বিএনপির কার্যালয়ের সামনে মোহাম্মদ সিজান (১৯) নামের ১ ছাত্রদল নেতাকে একই এলাকার তার অপর সহকর্মী মিজান ছুরিকাঘাতে রক্তাক্ত করে।

আহত সিজান পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের উত্তর শ্রীমাই গ্রামের ৮নং ওয়ার্ডের নুরুল হকের পুত্র। হামলাকারী ও আহত ২জনেই দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের অনুসারী।

জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বিজয় মিছিল ও শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল বিএনপির দলীয় কার্যালয়ে সামনে জড়ো হয়। কচুয়াই ইউনিয়ন থেকে আসা বিজয় মিছিল দলীয় কার্যালয়ে আসার পথে ব্যানারে ছবি না দেওয়াকে কেন্দ্র করে মিজান ও সিজানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মিজান ছাত্রদল নেতা সিজানকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পটিয়া খানার ওসি জায়েদ নুর জানান, ওই ঘটনায় এখনও কেউ লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি।যু

মন্তব্য করুন