
নিজস্ব প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় আসলে মানুষ ঘুমাতে পারবে না, ব্যবসা-বাণিজ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, এমনকি নারীরাও নিরাপত্তাহীনতায় ভুগবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা হাই স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার’ জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে বিশাল জনসভার আয়োজন করা হয়।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন দলের শাসন পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দল প্রকৃত অর্থে জনগণের কল্যাণ করতে পারেনি। নীতি ও আদর্শ ছাড়া শুধু দল, দেশ কিংবা নেতার পরিবর্তনে দেশে শান্তি আসবে না।
তিনি বলেন, ‘পিআর পদ্ধতি ও বৈষম্য নিরসনের উদ্যোগ না নিলে, গণহত্যার বিচার না হলে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।
দেশের প্রকৃত পরিবর্তন আনতে ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা ও জুলুম-চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে হাতপাখায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীসহ, ইসলামী আন্দোলনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।ই








