বায়েজিদে ইয়াবাসহ যুবক রাব্বি গ্রেপ্তার

খবর ডেস্ক:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে মো. ফয়সাল আলম প্রকাশ রাব্বি (৩১) নামের ১ যুবককে ১৭৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাব্বি সাতক্ষীরা জেলার মধ্য কাটিয়া এলাকার ইয়াছিন ডাক্তার বাড়ি এলাকার সাইফুল আলমের ছেলে।

রবিবার (১০ মার্চ) রাত ৮টায় অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ কুয়াইশ সংযোগ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ কুয়াইশ সংযোগ রোড এলাকা থেকে ইয়াবাসহ মো. ফয়সাল আলম প্রকাশ রাব্বি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় অস্ত্র ও মাদক আইনে ৩টি মামলা রয়েছে।

মন্তব্য করুন