বান্দরবানের রুমায় বিএনপির বৌদ্ধ ঐক্য ফ্রন্টের পরিচিতি সভা ও সদস্য সংগ্রহ

শৈলুমং মার্মা, রুমা, বান্দরবান : আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। এ জন্য ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। বান্দরবানের রুমায় উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের নবগঠিত গালেঙ্গ্যা ইউনিয়ন শাখা সদস্যদের পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গালেঙ্গ্যা বাগানপাড়া বৌদ্ধ বিহার ছাত্রাবাস হলরুমে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গালেঙ্গ্যা ইউনিয়ন শাখার সভাপতি কালামং মারমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি উচমং মারমা।

এছাড়া বক্তব্য দেন, বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক চসিঅং মারমা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুপ্রু মারমা, রুমা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ক্যউসিং মারমা, রুমা উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পিপলু মারমা, ছাংও পাড়া কারবারী সুইসিং মারমা এবং নারী নেত্রী ঞোমেউ মারমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মংছোঅং মারমা এবং সঞ্চালনা করেন বৌদ্ধ ঐক্য ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক উশৈসিং মারমা।

আলোচনা সভার এক পর্যায়ে গালেঙ্গ্যা ইউনিয়ন শাখার নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এসময় সদস্যদের দাঁড় করিয়ে উপস্থিত সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়।

পরিচিতি সভায় গালেঙ্গ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়ার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালিত হয়।

মন্তব্য করুন