বাঁশখালী উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমরানুল হক ইমরানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার সবুজ হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে তার ঘনিষ্ঠজনরা। তাকে হাটহাজারী থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান নামের ১জনকে গ্রেফতার করা হয়েছে আমরা শুনেছি।আ

মন্তব্য করুন