
খবর ডেস্ক :
ভক্তদের সুখবর দিলেন এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আবারও ঢাকাই চলচ্চিত্রে যুক্ত হয়েছেন তিনি। ইতোমধ্যে নতুন সিনেমাটির শুটিংয়ের জন্য বাংলাদেশে আসার অনুমতি পেয়েছেন পশ্চিমবঙ্গের এ অভিনেত্রী। ‘বাঙালি বিলাস’ নামে একটি ঢাকাই সিনেমায় কাজের জন্য বাংলাদেশে আসবেন টালি তারকা। এ সিনেমায় কাজের জন্য বাংলাদেশের অনুমতির প্রয়োজন। ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সেই অনুমতিও দেয়া হয়েছে ঋতুপর্ণাকে।
জানা গেছে, বাংলাদেশে দুই মাস সিনেমায় কাজের জন্য অনুমতি পেয়েছেন ঋতুপর্ণা। এই সময়ের মধ্যেই এবাদুর রহমানের প্রযোজনা ও পরিচালনায় ‘বাঙালি বিলাস’ সিনেমাটি সাধারণ সুবিধায় এক বছরের জন্য তালিকাভুক্ত করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তবে সিনেমাটিতে ঋতুপর্ণা ছাড়া আর কোন কোন শিল্পী থাকছেন বা কবে থেকে এর শুটিং শুরু হবে―এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
ঋতুপর্ণা ১৯৮৯ সাল থেকে বাংলা সিনেমায় অভিনয় করছেন। তিনি বাংলাদেশেরও বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। এর আগে গত বছরের ১২ আগস্ট ‘স্পর্শ’ সিনেমায় অভিনয়ের জন্য ঢাকা এসেছিলেন ঋতুপর্ণা। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক নিরব।
উল্লেখ্য, হিন্দি চলচ্চিত্রে কাজ করেও ঋতুপর্ণা প্রশংসা কুড়িয়েছেন। বাণিজ্যিক ও শৈল্পিক –দুই ধারার সিনেমাতে তিনি অভিনয় নৈপুণ্যতা দেখিয়েছেন। সিনেমায় অসামান্য অবদানের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন। অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণা বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও লেখালেখির সঙ্গেও যুক্ত রয়েছেন।