
আবদুল রহিম, ফেনী থেকে : সাংবাদিক ইউনিয়ন, ফেনীর উদ্যোগে শনিবার জেলা পরিষদের ড. সেলিম আলদীন মিলনায়তনে আয়োজিত দিনব্যাপি সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণে, প্রশিক্ষণার্থীদের সাথে কেটেছে চমৎকার সময়।রিসোর্স পার্সন হিসেবে সঙ্গে ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, জেলা তথ্য অফিসার মো. আল আমিন ও এমএমসির সাবেক প্রশিক্ষক, ইন্ডিপেনডেন্ট টিভি, দৈনিক যায়যায়দিন স্টাফ রিপোর্টার,নোয়াখালী আবু নাছের মঞ্জু।
সমাপনী অনু্ষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন, ফেনীর সভাপতি ছিদ্দিক আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাঈল হোসেন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, আরটিভি ও দৈনিক যায়যায়দিনের ফেনী জেলা প্রতিনিধি, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াসিন সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক মোহাইমিন তাজিম। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।