
নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের এইচএসসি-আলিম ও সমমানের পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে শীর্ষে রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। সার্বিকভাবে এবার পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৪৩ শতাংশ। এ বছর আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার এইচএসসি-আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল থেকে দেয়া যায়, মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় এবার অংশগ্রহণ করে ৮৫ হাজার ৫৫৮ জন এবং উত্তীর্ণ হয় ৭৯ হাজার ৯০৯ জন। পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬১৩ জন। এই বোর্ডে শতভাগ পাস করেছে ৯৬১টি প্রতিষ্ঠান এবং শূণ্য পাস প্রতিষ্ঠান আছে ২টি। শতভাগ পাস করা ১ হাজার ৩৮৮ টি প্রতিষ্ঠানের মধ্যে মাদরাস বোর্ডেই সর্বোচ্চ সংখ্যক।
এবারের এইচএসসি-আলিম ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর প্রথমে ১১ আগস্ট ও পরে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে আগস্টে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।
পরে সিদ্ধান্ত নেওয়া হয়, এবারের এইচএসসি-আলিম বা সমমানের পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে, সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি-আলিম বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে।ই