
প্রশ্ন : বর্তমানে দেখা যাচ্ছে অনেকের স্বামী বিদেশে থাকে। এই অবস্থায় স্ত্রী-অন্যজনের সাথে প্রেম করে তাকে বিয়ে করে ফেলে। এই বিয়ে শুদ্ধ হয় কি?
উত্তর : শরীয়তসম্মত উপায়ে সঠিক নিয়মে তালাক সংঘটিত না হলে অন্য কোনো বিয়ে শুদ্ধ হয় না। আপনি যেভাবে বললেন, এমন বিয়ে শুদ্ধ হওয়ার কথা নয়। দীর্ঘদিন দূরে থাকার কারণ দেখিয়ে যদি তালাক, খোলা তালাক বা অধিকারভুক্ত তালাক যথা নিয়মে বাস্তবায়িত হয়, তাহলে ইদ্দত পালনের পর নতুন বিবাহের কথা ভাবা যায়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ। প্রকাশিত সূত্রে, ই।