
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা পুলিশের অভিযানে দেশীয় বন্দুকসহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে দশটার দিকে ওসি বাবুল আজাদের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পারভেছ নামের ১ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সে জানায়, বিগত ৫ আগস্ট পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটে অন্যান্যদের সঙ্গে নিজেও জড়িত ছিল।
আটককৃত পারভেছ জিজ্ঞাসাবাদে আরো জানায়, তার কাছে একটি বন্দুক রয়েছে। সেটি পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের ভেতরে পরিত্যক্ত ভবনের পাশে প্লাস্টিকে মোড়ানো রয়েছে।,পরবর্তীতে ওই জায়গায় পুলিশ গিয়ে পারভেছের দেখানো মতে দেশীয় তৈরি বন্দুকটি জব্দ করে।
গ্রেফতারকৃত পারভেছ কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নগর পার্কের মোহাম্মদ কবিরের ছেলে। সে বর্তমানে পাহাড়তলী থানাধীন দুলালাবাদ রেলক্রসিংয়ের পেছনে কবিরের বাড়িতে ভাড়া থাকে।
এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, গ্রেফতারকৃত পারভেছ থানা ভাঙচুর,অগ্নিসংযোগ ও লুটপাট মামলার আসামি।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।যু