
শৈলুমং মার্মা, রুমা, বান্দরবান : বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নে গতকাল সোমবার চিংমা খিয়াং (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জুমখেতের সীমানার নিকটবর্তী পাথরের নালার উপরে তার লাশ পাওয়া যায়। নিহত নারী ৩ সন্তানের মা।
উক্ত বিষয় নিয়ে আজ মঙ্গলবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শামীম আরা রিঙই বলেন, গতকাল সোমবার সকাল ৯টার দিকে ওই নারী জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে যান। দুপুরে তিনি পাড়ায় ফিরে না আসায় পাড়ার লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তার মৃতদেহ দেখতে পান। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, জুমচাষের পাহাড় থেকে প্রায় ৫০ ফুট নিচে মরদেহটি পাওয়া যায়। মুখমণ্ডলে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় থানচি থানায় মামলা হয়েছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সঠিক কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওই এলাকার স্থানীয় মানুষের অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া গেছে কি-না এমন প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার বলেন, এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে এবং মেডিকেল রিপোর্ট আসলে জানা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও সংবাদকর্মীবৃন্দ।
উল্লেখ্য, গতকাল সোমবার (৫ মে) সকালে চিংমা খিয়াং জুমখেতে ধান রোপণ করতে পাহাড়ে যান। তার দুপুরে ফিরে বাড়িতে ভাত খাওয়ার কথা ছিল। কিন্তু ফিরে না আসায় বিকেলে পরিবারের লোকজন ও পাড়াবাসী খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে জঙ্গলে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান তারা। ওই চিহ্ন অনুসরণ করে জুমখেতের সীমানার নিকটবর্তী পাথরের নালার উপরে তার লাশ পাওয়া যায়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় এমন ধারণা করছেন বলে দাবি করেন তারা।