ধনবাড়ীতে ২ মাদক কারবারিকে আটক করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ২ মাদক বিক্রেতাকে গতকাল রাতে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। আসামি দ্বয়ের পরিচয় এবং মামলার বিবরণ – মোঃ মজনু মিয়া (৫০), পিতা-মৃত আব্দুল মন্ডল, সাং- পাড় বওলা, থানা-ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল এবং মোঃ নিয়ামত (২০), পিতা- মোয়াজ্জেম, সাং-পোড়াবাড়ী, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল। ধনবাড়ী থানার মামলা নং-০১, তারিখ- ০৫ জানুয়ারি, ২০২৫, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১। আসামিদ্বয়কে টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ধনবাড়ী থানার এস আই মনোয়ার, এ এস আই হাকিম এবং এ এস আই রেজাউল গোপন সূত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে আসামিদ্বয়কে গাঁজা বিক্রি করার সময় মোঃ মজনু মিয়ার বাড়ির উঠান থেকে চারশত গ্রাম গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করে। এই বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে ধনবাড়ী থানা পুলিশ আপোসহীন ভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর অবস্থানগত কোন তথ্য পাওয়ার সাথে সাথেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও অন্যান্য আসামি গ্রেফতারে ধনবাড়ী থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন