ধনবাড়ীতে বারি সরিষা ১৪ এর মাঠ দিবস পালিত

দেলোয়ার হোসেন, টাঙ্গাইল থেকে : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার খামারপাড়ায় বোরো- পতিত- রোপা আমন শস্য বিন্যাসে সরিষা অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে বারি সরিষা ১৪ এর মাঠ দিবস পালিত হয়েছে সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) সকাল এগারোটায় ধনবাড়ীর খামারপাড়ায় । বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ এর আয়োজনে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ,ব্রি এর এস.এস.ও ড.নার্গিস পারভীন। ধনবাড়ী উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় মাঠ দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কার্যালয় ব্রি ধনবাড়ী টাঙ্গাইলের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মসউদ ইকবাল। বারি সরিষা ১৪ এর মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের এস.এস.ও এবিএম জামিল ইসলাম, ধনবাড়ী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম এবং ধনবাড়ী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ। মাঠ দিবসে শত শত কৃষাণ কৃষাণি উপস্থিত থেকে বোরো-পতিত-রোপা আমন শস্য বিন্যাসে সরিষা অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে বারি সরিষা ১৪ চাষের উপকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন।

মন্তব্য করুন