
অনলাইন ডেস্ক : তোশাখানা মামলায় বুধবারই তাকে জামিন দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। আর সেই জামিন মেলার পরে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আদিয়ালা জেল থেকে ছাড়া পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। দীর্ঘ ৯ মাস জেলের ঘানি টানার পরে মুক্তি পেলেন তিনি। আদিয়ালা জেল থেকে বেরিয়ে ইসলামাবাদের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন ইমরান পত্নী।
পাকিস্তান সেনাবাহিনীর ষড়যন্ত্রে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হয়েছিল প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির প্রধান ইমরান খানকে। আর প্রধানমন্ত্রীর পদ হারানোর পরেই একের পর এক মামলায় জড়ানো হয় তাকে। যাতে দেশের সাধারণ নির্বাচনে লড়ড়তে না পারেন তার জন্য গত বছরের ৫ অগস্ট গ্রেফতার করা হয় ইমরানকে।
পরে পাকিস্তান সরকারের তরফে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ক্ষমতায় থাকাকালীন সরকারি নিয়ম লঙ্ঘন করে রাষ্ট্রীয় উপহার নিজের কাছে রেখেছেন ইমরান। বেশ কিছু মূল্যবান উপহার সামগ্রী বিক্রি করে দিয়েছেন। যা তোশাখানা মামলা হিসাবেই পরিচিত। যদিও ইমরান খান বার বার ওই অভিযোগ অস্বীকার করেছেন।
সরকারি উপহার নিজের কাছে রাখা ও বিক্রির একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল ইসলামাবাদের এক আদালত। তোশাখানা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় চলতি বছরের ৩১ জানুয়ারি ইমরান পত্নীকে গ্রেফতার করা হয়। জেলের সাজা খাটতে পাঠানো হয় কুখ্যাত আদিয়ালা জেলে। একই জেলে বন্দি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীও।ই