
খবর ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র বিক্রি করছে তৃণমূল বিএনপি। বুধবার পর্যন্ত দলটির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৫০ মনোনয়নপ্রত্যাশী। মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৭২ জন।
দলের নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা’র পক্ষে মুন্সীগঞ্জ-১ আসনে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ। তিনি বলেন, ‘এ পর্যন্ত আমাদের দলের চেয়ারপারসন, কো-চেয়ারপারসন, জ্যেষ্ঠ সব নেতা মনোনয়ন ফরম নিয়েছেন। বৃহস্পতিবার (আজ) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রির সময় বর্ধিত করেছি।’
তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল আছে- যাদের নিবন্ধন নেই, তারা আমাদের সঙ্গে শরিক হয়ে নির্বাচন করতে চায়। এ বিষয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে। বৃহস্পতিবার দলীয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কোনো রাজনৈতিক দল এলে তৃণমূল বিএনপি স্বাগত জানাবে।’
এর আগে ৩০০ আসেন প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে ১৮ নভেম্বর মনোনয়ন বিক্রি শুরু করে দলটি। আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র বিক্রির সময়সীমা।