ঢাকাস্থ ভালুকা উপজেলা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত হলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন

মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-  ঢাকায় ১৮ সেপ্টেম্বর বুধবার ২০২৪ ইং ঢাকাস্থ গুলশান অল কমিউনিটি ক্লাব লিঃ এ  ঐতিহ্যবাহী ভালুকা উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী সুধীজন এর মতামতের ভিত্তিতে ঢাকায় ভালুকা উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিনিয়র সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, তরুন শিল্পপতি দানবীর,গ্রীণ অরন্য পার্ক এন্ড রিসোর্টের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন। 

এসময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনারুল বাসেত, ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোর্শেদ আলম, উপজেলা বিএনপির নেতা আবুল হোসেন, বিশিষ্ট শিল্পপতি ভালুকার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সদস্য আসন্ন ভালুকা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য, নাইমুল করিম জান্নাত, উত্তরা সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ আরও অনেকই।

মন্তব্য করুন