
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে কবির হোসেন (৪৪) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গ্রেফতার কবির হোসেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি মহানগর যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চুর অনুসারী ছিলেন বলে জানা গেছে।আ