চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন স্যাটেলাইট টেলিভিশন ‘এখন টিভি’র ২ সাংবাদিক। গতকাল রবিবার, বেলা ১১টা ৩০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। দুর্ধর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও তার সহযোগী মোরশেদের নেতৃত্বে এই হামলা চালানো হয়। ইয়াসিন পূর্বে যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার ছিলেন। তবে ৫ই আগস্টের পর বিএনপি’র ১ প্রভাবশালী নেতার আশ্রয়ে আছেন। আহত ২ সাংবাদিকরা হলেন- ‘এখন টিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপারসন মোহাম্মদ পারভেজ।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা তাদের ক্যামেরা ভাঙচুর করে এবং মোবাইল ফোন, মানিব্যাগ ও বহনকারী সিএনজি অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সাংবাদিক হোসাইন জিয়াদ জানান, শনিবার জঙ্গল সলিমপুরে স্থানীয় ২’টি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার ফলোআপ সংবাদ সংগ্রহের জন্য তারা রোববার সকালে সেখানে যান। এ সময় কয়েকটি সিএনজি অটোরিকশায় এসে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার সাংবাদিকদের জানান, আহত ২ সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় হোসাইন জিয়াদকে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার বিকালে উপজেলা যুবদলের নেতা মুরাদ মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল শনিবার ছিন্নমূল এলাকায় যায়। এ সময় মাইকে ডাকাত প্রচার চালিয়ে সন্ত্রাসী ইয়াসিনের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। ইয়াসিনের অনুসারীরা মুরাদ মেম্বারের ১৬ কর্মীকে গণপিটুনি দেন। এর মধ্যে ঘটনাস্থলেই ১জনের মৃত্যু হয়।

এদিকে, সাংবাদিক হোসাইন জিয়াদ ও পারভেজ রহমানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন। (সিএমইউজের)। এক বিবৃতিতে সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, সাংবাদিকদের ওপর এই ধরনের নগ্ন হামলা মুক্ত গণমাধ্যমের প্রতি হুমকিস্বরূপ। গণতান্ত্রিক ও সভ্য সমাজ এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম মেনে নিতে পারে না। হামলাকারীরা কোনো ধরনের রাজনৈতিক দলের প্রশ্রয় যাতে না পায়, সে ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। সিএমইউজে নেতৃবৃন্দ বলেন, আমরা দেখতে চাই, প্রশাসন হামলাকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় নিয়ে এসেছে, এইক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। একইসঙ্গে হামলায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।

প্রসঙ্গত, সরকারি জমি দখল করে গড়ে ওঠা জঙ্গল সলিমপুর ও আলীনগরের ছিন্নমূল বস্তি দীর্ঘদিন ধরেই চট্টগ্রামের সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান চালালেও এখানকার দখলবাজ চক্রগুলো বারবার নতুনভাবে সংগঠিত হচ্ছে।প্র:মা।

মন্তব্য করুন