
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চন্দনাইশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়ন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড উত্তর মুরাদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগরের বাড়ির আবুল কাশেমের ছেলে।
এ বিষয়ে পটিয়া রেলওয়ে ষ্টেশন মাস্টার এস এম পাবেল জানান, সকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তবে কিভাবে কেন কাটা পড়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তার লাশ উদ্ধার করা হয়েছে।আ