চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষার্থী বহিষ্কার

শিক্ষার্থী ও সাংবাদিকের উপর হামলায় জড়িত থাকার অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাংবাদিকের উপর হামলায় জড়িত থাকার দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সর্বমোট ৭৩ জন শিক্ষার্থীকে আমরা বহিষ্কার করেছি।

তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে যাদের বিষয়ে প্রমাণ পেয়েছি তাদেরকে বহিষ্কার করেছি। পরবর্তীতে প্রমাণ সাপেক্ষে আরও শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে।আ

মন্তব্য করুন

সম্পাদক ও প্রকাশকঃ

মোহাম্মাদ গিয়াস উদ্দিন

ব্যবস্থাপনা সম্পাদকঃ

জান্নাতুল নাঈম চৌধুরী (রিকু)
01813- 28 75 93

সম্পাদকীয় কার্যালয়ঃ

শাহ মজিদিয়া মার্কেট, বারদোনা, সাতকানিয়া, চট্টগ্রাম।

চট্টগ্রাম অফিসঃ

চেরাগী পাহাড় মোড়, চট্টগ্রাম।

বার্তা বিভাগঃ

যোগাযোগ : 01811- 58 77 60
ইমেইলঃ [email protected]

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত